Category : Law / Legal
Job Summary
Published On : May 21, 2025
No. of Vacancies : Not Specific
Job Type : Full Time
Job Level :
Experience : At least 5 years
Location : Anywhere in Bangladesh
Salary Range:
Negotiable
Application Deadline : Jun 14, 2025
প্যানেল আইনজীবী
NRBC Bank PLC
No. of Vacancies
Not Specific
Job Description / Responsibility
  • প্যানেল আইনজীবী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি
  • এনআরবিসি ব্যাংক পিএলসি এর পক্ষে-বিপক্ষে বাংলাদেশের বিভিন্ন আদালতে মামলাসমুহ পরিচালনার জন্য নিম্নোক্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আইন পেশায় নিয়োজিত বাংলাদেশী (জন্মসুত্রে) নাগরিকদের নিকট হতে ২ বছরর মেয়াদে আইনজীবী হিসেবে প্যানেলভুক্তকরনের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
  • প্যানেলভুক্তির শর্তাবলী:
  • ১) বর্তমান প্যানেলভুক্ত আইনজীবীগণের প্যানেলভুক্তির মেয়াদ নবায়নের ক্ষেত্রে:
  • ক) ইতোমধ্যে প্যানেলভুক্ত আইনজীবীগণের প্যানেলভুক্তির মেয়াদ নবায়নে জন্য আবেদনপত্র দাখিল করতে হবে।
  • খ) আইনজীবী কর্তৃক পরিচালিত নিম্ন আদালত ও উচ্চ আদালতে অত্র ব্যাংকের মামলাসমূহের ২০২০ হতে ২০২৪ সন পর্যন্ত বছরওয়ারী মামলা নিষ্পত্তির পরিসংখ্যান, যাতে পরিচালনাধীন মামলার সংখ্যা, তার বিপরীতে নিষ্পত্তির সংখ্যা, জড়িত টাকা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মামলা নম্বর উল্লেখপূর্বক দাখিল করতে হবে;
  • গ) একই সাথে Performance Appraisal & Renewal Policy এর ভিত্তিতে প্যানেলভুক্তির মেয়াদ নবায়ন করা হবে।
  • ঘ) কোন আইনজীবীর প্যানেলভুক্তির মেয়াদ নবায়ন করা না হলে ব্যাংকের চাহিদা সাপেক্ষে তার দ্বারা পরিচালিত মামলাসমূহ NOC সহ ফেরত প্রদান করতে তিনি বাধ্য থাকবেন।
  • ২) নতুন আইনজীবী প্যানেলভুক্তির ক্ষেত্রে:
  • ক) আগ্রহী প্রার্থীগণ ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্যানেলভুক্তির জন্য লিখিত আবেদনপত্র ১৫.০৬.২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে প্রধান কার্যালয় (১১৪, মতিঝিল, বা/এ, ঢাকা-১০০০) সরাসরি/ডাকযোগে দাখিল করবেন।
  • খ) আইন বিভাগ কর্তৃক প্রার্থীগণের আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাই পূর্বক আইনজীবীগণকে প্যানেলভুক্তির জন্য মনোনীত করা হবে।
  • গ) সকল নির্বাচিত প্রার্থীদের প্যানেলভুক্তির প্রস্তাব আইন বিভাগের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন সাপেক্ষে প্রধান কার্যালয়ের আইন বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে।
  • ঘ) প্যানেলভুক্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণকে ব্যাংকের শর্ত অনুযায়ী এবং ব্যাংকের বিদ্যমান "Schedule of charges" অনুযায়ী সকল কর্ম সম্পাদন করিতে হইবে।
  • ৩) ব্যাংক কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

Educational Requirements
  • Bachelor of Law (LLB)
  • সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এল এল.বি (সম্মান) ডিগ্রীধারী থাকতে হবে।
Experience Requirements
  • At least 5 years

Additional Job Requirements
  • আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনায় কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলাদেশ বার কাউন্সিল এর সক্রিয় সদস্য হিসেবে অন্তর্ভুক্তির তারিখ হতে অভিজ্ঞতা হিসাব করা হবে।
  • অধিক যোগ্যতা/অভিজ্ঞতাসম্পন্ন ও এল এল.এম/বার-এট-ল বা পিএইচডি ডিগ্রীধারী এবং ইতঃপূর্বে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • হইকোর্ট বিভাগে ও আপীল বিভাগে সনদপ্রাপ্ত আইনজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বারের সনদ দাখিল করতে হবে।
  • ফৌজদারী অপরাধে ১ বছর বা ততোধিক সময়ের জন্য দন্ডপ্রাপ্ত কোন আইনজীবী প্যানেলভুক্তির জন্য আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

Location
Anywhere in Bangladesh
Salary Range
Negotiable
Job Source
Bdjobs.com.bd Online Job Posting

Applicant must enclose his/her Photograph with CV.

  • আগ্রহী প্রার্থীদের নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, চেম্বারের ঠিকানা (যদি থাকে), টেলিফোন নম্বর, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, বার কাউন্সিল সনদপ্রাপ্তির তারিখ, প্র্যাকটিসিং কোর্ট ও বারের নাম, অভিজ্ঞতা, অন্য কোন ব্যাংক, প্রতিষ্ঠান বা করপোরেশনে আইন উপদেষ্টা বা প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে কর্মরত থাকলে তার বিবরণ ইত্যাদি উল্লেখপূর্বক আবেদনপত্র প্রধান কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে আগামী ১৫.০৬.২০২৫ইং তারিখের মধ্যে পৌছাঁতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, বাংলাদেশ বার কাউন্সিল সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট জেলা বারের সদস্য হিসেবে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, টিন সার্টিফিকেট, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ পাঠাতে হবে।
  • হেড অব লিগ্যাল ডিভিশন
  • এনআরবিসি ব্যাংক পিএলসি
  • ১১৪ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০।

Application Deadline : Jun 14, 2025
Company Information
Company Name: NRBC Bank PLC
Address: 114, motijheel, c/a, Dhaka 1000


for job announcement

+88-02-222294153,/91538/83619/ +88-02-8837118
01678076363-61-62-68, 01977886877
( 9.30 am to 7.30 pm )